রাকিব হোসেন, ফেনী।। ফেনীর পৌর প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় বর্তমান ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেনী পৌরসভার উত্তর শিবপুরের উন্নয়ন পরিষদের পক্ষ থেকে।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র-০১ নির্বাচিত হওয়ার পর থেকে দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তার বাসভবন ও তার কাউন্সিলর কার্যালয়ে ভিড় করছেন।
বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় ৮নং ওয়ার্ডের প্যানেল মেয়র-০১ কাউন্সিলর কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ আবদুল আহাদ,সাধারণ সম্পাদক নূর নবী (সবুজ) সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক নূর নবী সবুজ প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে এই প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হলো এটা আমাদের সবার গৌরব।আমাদের বর্তমান কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানি কাউন্সিলর থাকা অবস্থায় এলাকায় চোখে পড়ার মতো কিছু উন্নয়ন করেছে এতে সবার কাছে তিনি প্রশংসনীয়।আমরা সবাই অধিক আনন্দিত আমাদের কাউন্সিলর মফিজ উল্লাহ কোম্পানি ফেনীর পৌর প্যানেল মেয়র-০১ নির্বাচিত হওয়ায়।
আমরা সবাই প্রত্যাশী তিনি এবার এলাকার বাকি উন্নয়নগুলো করবে।