২ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী নিশ্চিতে বুধবার বিকাল হতে আবেদন ফরম বিক্রি শুরু করেছে দলের নেতৃবৃন্দরা
বিক্রির প্রথম দিনে ৫ পৌরসভায় মেয়র পদে ১৮জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ গঠিত মনোনয়ন বোর্ডের সদস্য সচিব একে শহীদ উল্যাহ খোন্দকার।
আজ বিকালে কলেজ রোডে দলের অস্থায়ী কার্যালয়ে মেয়র পদে আবেদনপত্র সংগ্রহ করতে নিজ সমর্থকদের নিয়ে হাজির হয়েছেন প্রার্থীরা। মেয়র পদে প্রার্থীদের চোখে মুখে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ। তবে সমর্থকদের মধ্যে বিরাজ করছিল আনন্দের আমেজ। নিজ নিজ সমর্থকদের নিয়ে আবেদন সংগ্রহ করতে আসেন প্রার্থীরা।
মেয়র পদে দলীয় আবেদন সংগ্রহ করেন ফেনী পৌরসভার বর্তমান প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ এর সিনিয়ার সহ-সভাপতি তৌহিদুল রহমান হানিফ এবং তৃণমূল নেতাকর্মীরা । বুধবার একই পৌরসভার প্রার্থী হতে আবেদন সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন সেন্টু।
ও বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন।
ফেনী পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী জানান, আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে আমাদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগে গণতান্ত্রিক ধারা বিরাজমান। তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থীতা নির্ধারণ তা প্রমাণ করে।
গতকাল (১ ডিসেম্বর) ফেনীর ৫টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র গ্রহণের জন্য তারিখ ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাষ্টার আলী হায়দারকে আহ্বায়ক, সাবেক দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খোন্দকারকে সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ সদস্য করে মনোনয়ন বোর্ড গঠন করা হয়।
শহীদ খোন্দকার জানান, তৃণমূলের ভোটেই ফেনীর ৫টি পৌরসভায় আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীতা নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের ভোটের ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নাম দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে পাঠানো হবে।