রাকিব হোসেন, ফেনী---> প্রকৃতি খুলেছে তার দখিনা দুয়ার। ফাগুন হাওয়ায় ফুটেছে অশোক-পলাশ; দল মেলেছে নানা রঙের নানা ফুল। ফুলে-ফুলে, ঢলে-ঢলে প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন বার্তা।
করোনাভাইরাস মহামারীতে গেল বছর প্রায় উৎসবের রঙ ফিকে হয়েছে। প্রিয়জন হারানোর মর্মন্তুদ আর্তনাদ শুনেছে আকাশ। জরা-ব্যাধি, শোক-তাপে জর্জরিত মন্দ সময়কে পেছনে ফেলে ফেনীবাসীর কামনা- ঋতুরাজের হাত ধরে এবার আসুক নতুন দিন।
তাই নিসর্গে ঋতুরাজের রঙিন শাসনের অভিষেকে ফেনীবাসীর আয়োজনেও কমতি নেই। সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসও। রবিবার দিনভর ফেনীতেও বসন্ত আর ভালোবাসা নিয়ে উৎসব-উদ্দীপনার কমতি ছিল না। নানা আয়োজনে বসন্ত বরণ করে নিয়েছে শহরবাসী। বাসন্তী শাড়ি, পাঞ্জাবি, ফুলের মালা ও গয়না পরে উৎসবপ্রিয় মানুষের গন্তব্য ছিল শহরের বিজয়সিংহ দীঘির পাড়ে। ‘বসন্তেরই মাতাল সমীরণে” এবার এ শ্লোগানে প্রতিবারের মতো এবারো বসন্তকে বরণ করে ফেনী অফিসার্স ক্লাব। রবিবার রাতে শহরের রাজাঝির দীঘির পাড়ে ক্লাব প্রাঙ্গণে পুরো আয়োজনই ছিল নৃত্য, সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ক্লাব সভাপতি ও জেলা.প্রশাসক মো: ওয়াহিদুজজামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহযোগি.অধ্যাপক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ.মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম জাকারিয়া। অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আজগর আলি, ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশ নেন।