রাকিব হোসেন, ফেনী | ফেনীর সোনাগাজী উপজেলার কুটির হাট এলাকায় ২৩ এপ্রিল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১টি দেশীয় অস্ত্র এলজি ও ৩ রাউন্ড গুলি সহ মো. হানিফ রোমন (২৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একব্যক্তি ফেনীর সোনাগাজী উপজেলার কুটির হাট বাজারে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। র্যাবের একটি দল কুটির হাট বাজারস্থ বোর্ড অফিসের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হওয়া মাত্রই একব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে সোনাগাজী উপজেলার বাদুরিয়া গ্রামের সাহবুদ্দিনের ছেলে মো. হানিফ রোমন (২৯) কে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার পরিহিত টাওজারের কোমরে রাখা ১টি দেশীয় অস্ত্র এলজি, ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটককৃতকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।
আটককৃতকে ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।