ফেনী এসছেন বর্তমান নাটকের তরুণ হাসিমুখ পলাশ। ব্যাচেলর পয়েন্ট ও ফ্যামেলি ক্রাইসিস নাটকের মাধ্যমে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বুধবার ১৮ নভেম্বর দুপুরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে সৌজন্য সাক্ষাত করে পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী প্রমুখ।
গ্রামের বাড়ি নোয়াখালীতে হলেও পলাশের বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। তবে শৈশবের রঙিন দিনগুলো কেটেছে নোয়াখালীতে। ২০১০ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে পলাশ এসএসি পাস করেছেন। ২০১৩ সালে পাস করেন এইচএসসি। এরপর তিতুমীর কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্সে ভর্তি হন।
সহকারী পরিচালক থেকে হয়ে গেলেন অভিনেতা। একে একে অভিনয় করেছেন- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর ট্রিপ’, ‘মি অ্যান্ড ইউ’, ‘ইনকমপ্লিট’, ‘মুঠোফোন’সহ অসংখ্য নাটকে। পরিচালনা করেছেন ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’ ও ‘সারপ্রাইজ’। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয় করে।