ঢাকাসোমবার , ১ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বিষপানে মাদ্রাসা ছাত্রী’র মৃত্যু!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ১, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলগাজী প্রতিনিধি।। ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের জামেয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসার এক শিক্ষার্থী (১৫) বিষপান করে আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে।

সূত্র জানায়, আমজাদহাট ইউনিয়নের ফেনাপুস্করনী গ্রামের আব্দুল আজিজ কারী’র বাড়িতে ২৮ ফেব্রুয়ারি রবিবার এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী বলেন, প্রেম সম্পর্কিত বিষয়ে কথা-কাটাকাটির জেরে এমন হতে পারে।
কিশোরী’র স্বজনরা বলেন, জন্ডিসের ঔষধ খেতে গিয়ে ভুলে জমিতে দেওয়ার বিষাক্ত কীটনাশক খেয়ে পেলে এতেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আলম ভূঁইয়া বলেন, ‘গতকাল মুঠোফোনে আত্মহত্যাকারী কিশোরী বিষয়টি জানতে পারি। বিস্তারিত জানা সম্ভব হয়নি আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি।
ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু বলেন, আমি কিশোরীর আত্মহত্যা সম্পর্কে গতকাল অবগত হয়েছি, তবে কি কারনে এটা হয়েছে তা জানিনা।

ফুলগাজী থানার এসআই মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, গতকাল ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিশোরীর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন