রাকিব হোসেন, ফেনী - ফেনীতে করোনায় আক্রান্ত বা যেকোনো মুমূর্ষু রোগীদের জন্য জরুরি সেবা নিশ্চিতে কমিশনার জয়নাল আবদীন ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রিতে অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস চালু করেছে পৌরসভা। একইসাথে অক্সিজেন সেবাও চালু হয়েছে।
সোমবার বিকালে দুটি সেবার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এসময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পৌরসভার ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা যখনি অক্সিজেন সংকটে পড়বেন তাদের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। প্রাথমিকভাবে ১০টি সিলিন্ডারে অক্সিজেন সেবা দেয়া হবে। পর্যায়ক্রমে এর পরিমান আরো বাড়ানো হবে। মুমুর্ষ রোগিদের দ্রুত হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স সেবাও দেয়া হবে। করোনার এ মহামারিতে গরীব মানুষ যেন অ্যাম্বুলেন্স সমস্যায় না পড়েন সে চিন্তা থেকে আমরা ফ্রিতে এ সেবা চালু করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সেবা পৌঁছে দেয়া হবে।’
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, সেবা পেতে (০১৮৭২৩০৭০৮০, ০১৩০৬২৬৯৮০৪) এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানাতে হবে।