ফেনী প্রতিনিধি : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁদের দোসরা গত ১৫ বছর দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। বাক্স্বাধীনতা হরণ করে গুম-খুন করে দেশকে নরক বানিয়েছিলেন। ১০ বছর আগে আমার ছেলে মাহবুবুর রহমানকে ঘুম থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আজও তার হদিস মেলেনি। আমার ছেলেসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ মানবাধিকার হরণকারীদের বিচার করতে হবে।
মঙ্গলবার দুপুরে মানবাধিকার সংগঠন অধিকারের ফেনী ইউনিটের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন জেলায় ১০ বছর আগে নিখোঁজ হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমানের মা রওশন আরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফেনী প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। একই দিনে এ ছাড়া সংগঠনটির উদ্যোগে জেলায় মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে।
‘মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াও; অপরাধীদের বিচারের সম্মুখীন কর’ স্লোগানে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম। ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ-এর ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়ার সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার সংগঠক শেখ আশিকুন্নবী সজীব। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সুজন ফেনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহম্মেদ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার।
বক্তব্য দেন সাংবাদিক নাজমুল হক, মামুনুর রশিদ, এন এন জীবন, জসিম মাহমুদ, সাংস্কৃতিক সংগঠক কাজী ইকবাল আহমেদ, ক্রীড়া সংগঠক ইমন উল হক, নিখোঁজ মাহবুবুর রহমানের ভাই মাহফুজুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।