বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ন উক্তি ও ভাংচুরের প্রতিবাদে ফেনী জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কারীদের ভাংচুরের প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে রবিবার বিকাল ৪.০০ ঘটিকায়
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ফেনী জেলার আহবায়ক এডভোকেট নূর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব অপূর্ব মজুমদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি আয়নুল কবির শামীম ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহবায়ক ও সিনিয়র আইনজীবি গিয়াস উদ্দিন নান্নু, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু, পূবালী সাংস্মৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ, ফেনী জেলার আহবায়ক শুকদেব নাথ তপন, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি যতন মজুমদার, কিশোর থিয়েটারের সাবেক সভাপতি বাপ্পী পোদ্দার, সংগঠনের যুগ্ম আহবায়ক অঞ্জন ঘোষ, সাংবাদিক জহিরুল হক মিলু, সাংবাদিক জহিরুল হক মিলন, সদস্য শাহআলম, গোলাম এহতেশাম বিপ্লব, নূরুল আমিন বাটলার।
সমাবেশে বক্তারা এ নারকীয় হামালার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন একই সাথে মৌলবাদী এবং একাত্তরের পরাজিত শক্তির অপতৎপরতা রোধে সবসময় মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মানব বন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্বতা প্রকাশ করেন।