ঢাকাসোমবার , ২৮ ডিসেম্বর ২০২০
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী পৌরসভায় শান্তিপূর্ন ভাবে চলছে ভোটগ্রহণ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৮, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার সুমন, দিনাজপুর।। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পৌরসভা প্রথম ধাপের ইভিএমের মাধ্যমে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখাগেছে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট চলছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে।

এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে একটি কেন্দ্রে উপস্থিত রয়েছেন।

ফুলবাড়ী পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯ জন। ২৮ ডিসেম্বর সকাল থেকে এই পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রের ৯৪টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে চার জন,কাউন্সিলর পদে ২৯ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দিতা করছেন।

আপনার মন্তব্য লিখুন