কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী সামন গ্রামে জমিজমার রেশে সংঘর্ষ এতে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত পাঁচ জন।স্থানীয়রা আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করেছেন।
রবিবার(১৭জানুয়ারী) ভাঙ্গামোড় ইউনিয়নে খোঁচাবাড়ী এলাকায় এ সংঘর্ষ ঘটে।
নিহত ব্যাক্তি বাহিনুর রহমান (৩২)।তিনি একই গ্রামের ছালাম মিস্ত্রির ছেলে। আহতরা হলেন জহুরুল হক (৩৫), খলিল উদ্দিন (৬০),আজিমুদ্দিন (৪০),বেলাল হোসেন (৫০),আমিনুর (৩৫)।
জানা গেছে, খোচাবাড়ি এলাকায় সলিম মিস্ত্রি তার নিজস্ব ২ একর জমিতে দীর্ষদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিছুদিন ধরে ওই এলাকার সহিদুল মেম্বার জমিটির মালিকানা দাবী করেন আসছেন। রবিবার ছলিম মিস্ত্রি লোকজন নিয়ে সরিষ ফুল তুলতে গেছে বাধা দেয সহিদুল মেম্বারের লোকজন। এ সময় উভয় পক্ষের বাক বিতন্ডে জরিযে পরে। এক পর্যাযে হাতাহাতি থেকে লাঠির আঘাতে ঘটনাস্থলে নিহত হন বাকিনুল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।