ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে ২শ ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। চলতি বছরে ডেঙ্গুতে গত দুই মাসেই মোট ২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৫ সেপ্টম্বর) সকালে ওই তিন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
মারা যাওয়া নারীরা হলেন-গোপালগঞ্জের কাশিয়ানি থানার ব্যাসপুর গ্রামের মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া (৫০), ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামের সুধীর সিকদারের স্ত্রী চন্দনা শিকদার (৫০) ও ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার ছত্তার বেপারীর স্ত্রী আছিয়া (৫০)।
ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই তিন নারী গত ৯ ও ১৩ সেপ্টম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালটিতে নতুন ১শ ডেঙ্গু রোগীসহ ৩শ ৪ জন ডেঙ্গু রোগীর চিকিৎসাধীন আছে।
বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়া রোগীদের সিট সংকটে হাসপাতালটির ফ্লোরে ও বারান্দায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুরের সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২শ ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ৬শ ৬৭ ডেঙ্গু রোগী ভর্তি আছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭হাজার ৮শ ৯৫ জন। এর মধ্যে ৭ হাজার ২শ ১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।