প্রেমের ছোঁয়া
এম এ আহাদ
ফাগুন মাসে উদাস বায়ু
মিষ্টি লাগে ভাই,
সেই বায়ুতে শিমুল বাগে
ভ্রমর উড়ে তাই।
গাছের ডালে পাতার ফাঁকে
কোকিল করে গান,
ঋতুরাজের আসার তরে
বইছে খুশি বান।
বটের ছায়ায় রাখাল বসে
দেয় বাঁশিতে সুর,
বায়ুর সাথে উড়িয়ে তা যে
চলে অনেক দূর।
পাখপাখালি সকাল সাঁঝে
করে মিষ্টি রব,
তাদের সুরে ঘুমটা ভাঙে
হর্ষে থাকে সব।
চিত্তে জাগে প্রেমের ছোঁয়া
এমন খুশির তর,
এই প্রকৃতি চায় হৃদয়ে
সারাজীবন ভর।
আপনার মন্তব্য লিখুন