ঢাকারবিবার , ২ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

প্রায়শ্চিত্ত করতে হবে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রায়শ্চিত্ত করতে হবে

বদরুল ইসলাম 

 

সিরিয়ার সেই ছোট্ট শিশুটার কথা মনে পড়ে গেলো,
বোমার আঘাতে যখন ক্ষতবিক্ষত তার শরীর,
রক্ত ঝরছে অবিরত, মৃত্যুর পূর্বে সে বলেছিলো —-
আল্লাহকে আমি সব বলে দেবো।

অলক্ষ্যে বসে এ’সব কথা তিনি শুনেছিলেন নিশ্চয় —

সত্যিই হয়তো শিশুটি বলে দিয়েছে আমাদের
পাশবিক নিষ্ঠুরতার কথা,
তারি অভিশাপে আজ বিপর্যস্ত পুরো বিশ্ব
অদৃশ্যের ছোঁয়ায় মরছে মানুষ, ডুবছে মানবতা।
আমাদের ক্ষমা নেই, শাস্তি ভোগ করতেই হবে
নিরাপরাধ হাজারো নিষ্পাপ শিশু হত্যার অপরাধে।

ভূখণ্ড দখল, প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতার মোহ
নিয়ে গেছে আমাদের ধ্বংস উন্মুখ কৃষ্ণ গহ্বরে,
মহামারির ছোবলে জর্জরিত এখন শক্তিধরেরা,
প্রায়শ্চিত্ত করতেই হবে আমাদের কৃতকর্মের —
কিছু পাপের শাস্তি এখানেই ভোগ করতে হবে,
কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে
বাস্তবিকই কোনো পর্দা থাকেনা।

আপনার মন্তব্য লিখুন