শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুরে রক্ত নদীর ওপর অবস্থিত এক প্রভাবশালীর ঘর অপসারণ না করেই নদী খনন করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক্তারপুর-মিঠাপুকুর-হাসিমপুর-সুবিদপুর এলাকায় দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খড়স্রোতা রক্ত নদী খনন করার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে বরাদ্দ দেয়া হয়।
ঠিকাদার এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেন। কিন্তু নদীর পাড় দখল করে গড়ে তোলা বাড়ি ও স্থাপনাগুলো ভেঙে নদী খনন করেন ঠিকাদার। কিন্তু সুবিদপুর এলাকার একজন প্রভাবশালীর বাড়ি নদীর ভেতর হলেও তার ভাঙা হয়নি।
স্থানীয় লোকজন উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে ওই প্রভাবশালীর ঘর ভাঙার দাবি জানান।
উপজেলার হাসিমপুর গ্রামের রজব আলীর ছেলে আকবর আলী জানান, সরকার নদীর খনন কাজ করার জন্য ঠিকাদার দিয়েছেন।কিন্তু নদীর ওপর ফজলুর রহমানের ছেলে সাদেক মিয়ার ঘরসহ কিছু স্থাপনা না ভেঙে নদীর এক পাশে কম কেটে খনন করা হচ্ছে।
সুবিদপুর গ্রামের কামিনী ভৌমিকের ছেলে তরনী ভৌমিক জানান, তার স্থাপনা ভেঙে নদী খনন করা হয়েছে। কিন্তু সাদেক মিয়ার ঘর ভাঙা হয়নি।
সুবিদপুর গ্রামের জমির হোসেন জানান, ঠিকাদার সমানভাবে নদী খনন করুক এটা আমরা চাই। কিন্তু নদী দখল করে একজন ঘর নির্মাণ করে রেখেছে সেই ঘর ভাঙা হচ্ছে না।
ঠিকাদার হারুনুর রশিদ গোলাপ জানান, নদীর খনন করার সময় কারো ঘর ভাঙা ও স্থাপনা ভাঙার দায়িত্ব তাকে দেয়া হয়নি। তিনি সাধ্যমত সবাইকে বুঝিয়ে নদী খনন করেছেন।
এ ব্যাপারে বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ বলেন, বিষয়টি শুনেছি। ঠিকাদারকে ঘরটি অপসারণ করতে বলা হয়েছে। ঠিকাদার বলেছেন বিষয়টি সমাধান করবেন। সমাধান নাহলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।