গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে কাতুলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাহমুদা বেগম (৪৭) স্থানীয় দুই সাংবাদিকের
বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার
অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম স্বশরীরে উপস্থিত হয়ে এই অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা হয় গত ২৩ ডিসেম্বর সকাল ৯টায় বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলনের পর ব্যক্তিগত প্রয়োজনে তিনি বাইরে যান। ফিরে এসে দেখতে পান, পতাকা অজ্ঞাত কেউ সরিয়ে ফেলেছে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন এবং বিদ্যালয়ের কাজের বাধা সৃষ্টি করেন।
মাহমুদা বেগম আরও অভিযোগ করেন যে, চ্যানেল-২৪ গাইবান্ধা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মামুন ও তার সহযোগী ভিডিও ম্যান রাসেল মিয়া তাকে অফিস কক্ষে একা পেয়ে তার পথ রোধ করে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযুক্তরা এই ঘটনার ধারণকৃত ভিডিও এডিডিটিং করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন বলেও তার অভিযোগ।
এ ঘটনার ফলে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন শিক্ষিকা মাহমুদা বেগম।
এ বিষয়ে অভিযুক্ত চ্যানেল ২৪ এর গাইবান্ধা জেলা প্রতিনিধি।সাংবাদিক আসাদুজ্জামান মামুন বলেন, “এবিষয়ে আমি কি বলবো, বিষয়টি নিয়ে আমি বিব্রত” এই বলে ফোন কেটে দেন।
পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার দম্পাদক শাহ আলম সরকার বলেন,
সাংবাদিক তথ্য চাওয়ার নামে অফিস কক্ষে শিক্ষিকার পথ রোধ করে শিক্ষাকাকে শারিরিক ভাবে হেনস্থা ও লাঞ্ছিত করা সাংবাদিকের কোন ইথিকক্সের মধ্যে পড়ে না।এঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, কাতুলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাহমুদা বেগম দুইজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করেছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।