নিজস্ব প্রতিনিধি | প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে ‘প্রধানমন্ত্রীর হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স’ এবং ‘করোনা সহায়তা তহবিল’-এ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি কর্তৃক প্রদেয় অনুদানের চেক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরকার-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা অনুদান দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কোটি টাকার চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষা সচিব মাহবুব হোসেন।
অনুদানের তিন কোটি টাকার চেকের মধ্যে করোনা সহায়তা তহবিলে দুই কোটি এবং ‘হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স’ তহবিলে এক কোটি টাকা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ের সোয়া ২২ কোটি টাকা অনুদান :প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে ২২ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।\হমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, বিদ্যুৎ বিভাগের অধীন দপ্তর-কোম্পানি এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা এবং বিপিসির কোম্পানিগুলো থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুদান সংগ্রহ করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ ও পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।