আশরাফুল হক ও আনিসুর রহমানঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগ ।
লালমনিরহাট:
শনিবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের মিশন মোড় গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সফুুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি- নজরুল হল পাটোয়ারি ভোলা, সিরাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন বাদল এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি মেফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব জহুরুক হক টিটু, জেলা ছাত্রলীগের সভাপতি বিলাশ, জেলা স্বেচ্ছাসবক লীগের সম্পাদক শরিফুল ইসলাম রাজু প্রমুখ। প্রতিবাদ সভায় বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ ও সুনামধন্য প্রধানমন্ত্রী স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানান এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। প্রতিবাদ সভায় আওয়ামীলীগের সহস্রাধিক নেতা-কর্মী অংহ গ্রহন করেন।
রাজারহাট,(কুড়িগ্রাম):
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব রাজারহাট চত্বর থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, আলহাজ্ব অধ্যক্ষ সফিকুল ইসলাম (রানা), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বিপ্লব আলী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, ছাত্রলীগ নেতা মো: আব্দুস ছালাম প্রমূখ।