শফিকুল ইসলাম অবুঝ,স্টাফ রিপোর্টার।। মেয়েদের ভবিষ্যৎ জীবন যেনো খেলার পুতুল, ঠিক এমন টায় ভাবনা করছে । গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের হায়দার আলী কাছে।
চলতি বছরে গত ১০ জানুয়ারী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আব্দুল কাফির মিয়ার কন্যা সাথী আক্তারকে প্রেমের ফাঁদে ফেলিয়ে গোপনে বিয়ে করেন হায়দার আলী। কিন্তু হায়দার আলী তার নিজের পরিবারের কাছে লুকায় রাখে তাদের বিয়ের বিষয়টা। হঠাৎ গত ৫ জুলাই পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করেন হায়দার আলী।
তবে বাড়ীতে নতুন বউ কে নিয়ে আসলে। খবর পেয়ে গোপনে বিয়ে করা বউ হায়দার আলীর বাড়ীতে আসে সাথী আক্তার। এরপর এসব দেখে হায়দার আলীর পরিবার হতাশ হয়ে পড়ে। তারপর একই গ্রামের খোকা মিয়ার ছেলে লেবু মিয়ার পরামর্শে হায়দার আলী পালিয়ে যায় ।
তারপর থেকে বিভিন্ন ভাবে গোপনে বিয়ে করা মেয়ে কে তাড়ানোর চেষ্টা করছে লেবু ও হায়দারের পরিবারের সদস্যরা। তবে দুই বউকে দুইটি ঘরে বন্ধ করে রেখেছে হায়দার আলীর পরিবার। এ নিয়ে বিষয় জানাজানি হলে করোনা ভাইরাস তোয়াক্কা না করে বিভিন্ন গ্রামের লোকজন দলে দলে দেখতে আসতেছে হায়দার আলীর বাড়ীতে।