প্রতিশ্রুতি
মোঃ বদরুল ইসলাম
তোমার সাথে যদি আর কখনো দেখা না হয়, ভেবো না দূরে আছি, সকাল সন্ধ্যায় সময় অসময় যদি কথা না হয় আগের মতো তাহলে ভেবো না ভুলে গেছি তোমায়----- যদি মুখে হাসি না দেখো, ভেবো না কখনো ------ আমি অভিমান করেছি। বিকেলের রোদে যখন ছাদে চুল মেলে বসে থাকো, বসে থাকো আমার ফোনের প্রতীক্ষায় ব্যস্ততায় যদি ফোন না করি, ভেবো না বদলে গেছি। সত্যি বলতে কি ! আমার কাটানো প্রতিটি অবসর ক্ষণে আমি তোমাকে ভীষণ মিস্ করি, তোমার নিঃশ্বাসে এবং অকুণ্ঠ বিশ্বাসে মিশে থাকি --- জীবনের শেষদিনপর্যন্ত এমনি ভাবে ছায়া হয়ে থাকবো সাথী হয়ে থাকবো আজীবন।