ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে থাপ্পড়, সেই অভিযুক্ত প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার তলব!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৫, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

কাওছার মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে প্রকাশ্যে চড় মারাসহ নারী কর্মীদের সাথে অশালীন আচরণের ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এরই মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অভিযুক্ত ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুবু জামান আহমেদের নিকট ২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।

(১৫ মে) বুধবার জেলা রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমান স্বাক্ষরিত জারিকৃত নোটিশটিতে ১৬ মে তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের সমর্থক কে চড় মারার অভিযোগে সহকারী রিটারনিং অফিসারের কার্যালয়ে থেকে প্রাপ্ত হয়ে অভিযুক্ত ঘোড়া প্রতীকের প্রার্থী মাহাবুবুজ্জামান আহমেদের নিকট লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার ব্যাখ্যা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ, গত ১৪ মে মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামে জনসংযোগে চালান আনারস প্রতীকের সমর্থকরা। এরপরে সেখানে প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ উপস্থিত হয়ে চড়াও হন আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের সমর্থকদের উপর। এ সময়, আনারস প্রতীকের অন্যতম কর্মী মেহেরাবুর রহমান ওরফে কাজী আদেলকে সজোরে চড় মারেন ঘোড়া প্রতীকের প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ। এতে চড়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আহত হন ওই সমর্থক।

পরবর্তীতে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করার সময় উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মহিলা কর্মীদের অশ্লীল আশ্রব্য ভাষায় গালমন্দ করে হুমকি দিয়ে চলে যায় মাহবুবুর জামান আহমেদ। এ ঘটনার পর পরই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
পরবর্তীতে ওই রাতেই আনারস প্রতীকের প্রার্থী রাকিবুজ্জামান আহমেদ রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এই অভিযোগ দাখিলের আজ বুধবার ২৪ ঘন্টা সময় দিয়ে লিখিত বক্তব্যে তলব করে জেলা রিটার্নিং কর্মকর্তা।
এদিকে চলমান নির্বাচনে কোন প্রার্থী কর্তৃক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে মারপিট করার ঘটনা এটিই প্রথম।

আপনার মন্তব্য লিখুন