প্রকৃতির মতো ভালোবাসা
মোঃ বদরুল ইসলাম
হৃদয়ের ভাঁজে ভাঁজে সাজানো অভিমান কিংবা কষ্ট
ঝরেনা কখনো কারো আনমনা ছোঁয়াতে,
বাঁচেনা প্রেমের লাল-গোলাপ হাজার ছলনায়।
হয়তো বাতাসে ভাসে তার নিহত সৌরভ,
কখনো কখনো মিলিয়ে যায় এক শূন্যতায়।
মধুর সম্পর্ক শুধু গড়লেই হয়না---
টিকিয়ে রাখতে হয় অবিনাশী যত্নআত্তিতে,
হারিয়ে যাবার আগেই তাকে আগলে রাখতে হয়,
পৃথিবী এখন চতুরতায় ভরে যায়, যাক --
মানুষ তার বহুরূপকে প্রকাশ করুক যতই
নিখাদ ভালোবাসা আছে, থাকবে চিরকাল।
যে হৃদয় পুড়েছে একবার, সে প্রতারণা জানে না,
প্রকৃতির মতোই তার ভালোবাসা ---
কী গ্রীষ্ম বর্ষা, কী শীত বসন্তে অপার সম্ভাবনায়
মানুষকে আপন করে নেয়, ভালোবাসা দেয়।