ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:: বকেয়া বেতন, ঈদ বোনাসের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে পোশাক শ্রমিকদের বাধা দেয় পুলিশ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। পুলিশ তাদের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের পাশে এই সংঘর্ষ শুরু হয়।

দুপুরে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের আন্দোলনরত শ্রমিকেরা শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন বলে জানা গেছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আন্দোলনরত এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শ্রমিকরা।

মঙ্গলবারও বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। গতকাল সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর শ্রম ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। তারা লাল ও কালো পতাকা নিয়ে মিছিল করেন। নানা ধরনের স্লোগান দেন।