ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ কি পারবে মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভ দূর করে আস্থা ফেরাতে?

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ৯, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: অগ্নিদগ্ধ ভবনটিকে দেখা বোঝা মুশকিল এটি একটি থানা। আগুনে পুড়ে দেয়ালগুলো কালো হয়ে গেছে। ভেতরের কক্ষগুলোতে শুধুই ধ্বংসস্তূপ। থানার সামনে স্তূপ করে রাখা আছে পুলিশের কিছু পোশাক, কয়েক জোড়া বুট, কিছু বুলেট প্রুফ জ্যাকেট এবং আরো সরঞ্জাম।

সব কিছুই অর্ধেকের মতো পোড়া, ব্যবহারের উপযুক্ত নয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার মিরপুর মডেল থানায় গিয়ে এ চিত্র দেখা যায়। এ থানার আটজন আনসার সদস্য ডিউটি করছেন।

পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ-বিক্ষোভ কতটা পুঞ্জিভূত হয়েছিল, মিরপুর থানা যেন সেই সাক্ষ্য বহন করছে।

থানার সামনে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিলেন অফিসগামী কামাল হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, “পুলিশের এমন অবস্থা হইব, এইটা ভাবতেও পারি নাই।”

শুধু মিরপুর থানা নয়, বাংলাদেশের থানাগুলোতে কোন পুলিশ নেই গত সোমবার দুপুরের পর থেকে।

একযোগে সব থানা ফেলে পুলিশ সদস্যদের পালিয়ে যাবার ঘটনা অতীতে বাংলাদেশে কখনো দেখা যায়নি।

বিশ্বের অন্যান্য দেশেও এ ধরণের ঘটনা বিরল বলে উল্লেখ করছেন বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা।

তারা বলছেন, অনেক সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে এ ধরণের ঘটনা দেখা যায়। পুলিশের জন্য এমন পরিস্থিতি তৈরি হলো কেন সেটি এক বড় প্রশ্ন।
তথ্য সূত্র: বিবিসি বাংলা /বিস্তারিত: https://www.google.com/amp/s/www.bbc.com/bengali/articles/cvg3xy41l91o.amp

আপনার মন্তব্য লিখুন