দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ এই শ্লোগানে সাথে নিয়ে শিক্ষাঙ্গনের খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহন করেছে রানীগঞ্জ বাজারের একঝাক তরুনেরা।
করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বাজায় রাখার নিমিত্তে দিনাজপুর সদর উপজেরার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে অবস্থিত এহিয়া হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে বসানো হয় শব্জির বাজার।
বর্তমান সময়ে সেখান থেকে শব্জির বাজার সরি নেওয়া হলে ময়লা-আবর্জনা ও গর্তের কারনে ব্যবহারের অনূপযোগী হয়ে পড়ে কলেজ মাঠটি।
রানীগঞ্জ বাজার তুরুন সংঘ এর উদ্যোগে গত এক সপ্তাহ ধরে মাঠে থাকা গর্ত ভরাট ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিছন্নতা করে মাঠ ব্যবহারের উপযোগী করে তুলেছে তুরুনেরা।
১৩ই নভেম্বর শুক্রবার সকালে রানীগঞ্জ বাজার তুরুন সংঘ এর আয়োজনে পরিষ্কার পরিছন্নতা কাজের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কতোয়ালী যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন, রায়হান কবীর, ১নং ওয়ার্ড মেম্বার মমিনুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন আহম্মেদ জুবায়ের রাফি, সাগর, রাসেল, দিপক, রাব্বী, আশিক, বিপ্লব, নুর আলম, অনম, সাকিব, শাহিনুর, রোকন, সাব্বির, জাহিদ, রাকিব, সাইফুল, রায়হান, আরাফাত, রোহান, লিমন, জিহাদ, কুরবান, ইকবাল, জাভেদ, মাসুদ, আরমান প্রমুখ।