পরান পাখির তরে
সাইদুল সরদার
ওগো আমার প্রাণ সজনী
যেও নাকো ভুলে,
ভালোবাসি আমি তোমায়
সাজাতে চাই ফুলে।
তোমার মুখে মিষ্টি হাসি
দেখতে ভারি ভালো,
বায়ু বনে ভেসে আসে
দুই নয়নের আলো।
জনম জনম প্রেম পরশে
থাকবো সখীর পাশে,
গভীর রাতে চাঁদের আলোয়
স্বপ্নে যাবো মিশে।
প্রেম জোয়ারের উষ্ণ ছোঁয়ায়
হিমেল যাবে ঘুচে,
হিয়ার মাঝে রাখবো ধরে
নাচবো দোদুল ধাঁচে।
ভালোবাসার রেলগাড়িটা
ছুটবে আকাশ জুড়ে,
আলতো তোমার নরম ঠোঁটে
জীবন যাবে মুড়ে।
মোর হৃদয়ের পরান পাখি
দুয়ার খুলে দেখে,
পরীর দেশে খেলছে বেশে
পাখনা মেলে সুখে।
ছোট্ট কুটির গড়বো দুজন
এসো সখী কাছে,
ফুল বাগিচায় তোমার প্রেমিক
দাঁড়িয়ে আজ আছে।
আপনার মন্তব্য লিখুন