ফেনীর পরশুরামের সুবার বাজার থেকে পরশুরাম গামী মেলাঘর রাস্তার মোড় সংলগ্ন স্থানে অটো রিক্সার(সি'এন'জি) সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী আবদুর রহিম(৩০) নামের এক জন গুরুতর আহত।
জানা যায়, আবদুর রহিম (৩০) পরশুরামের হেয়াগু গ্রামের বাসিন্দা। সে বর্তমানে মির্জানগর ইউনিয়নের মেলাঘর গ্রামে তার পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতো। সে পেশায় একজন কাঠুরে। বুধবার(১৬ ডিসেম্বর) ভোর বেলায় ব্যক্তিগত প্রয়োজনে সাইকেলে করে মেলাঘর থেকে সুবার বাজারের উদ্দেশ্য যাচ্ছিলো।একইসময়ে সুবার বাজার থেকে পরশুরাম গামী অটো রিক্সার(সি'এন'জি) সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম(৩০) নামের এই সাইকেল আরোহী রাস্তার এক পাশে ছিটকে পড়ে। তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত সেচ্ছাসেবী সংগঠন "ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের" সদস্যদের সহায়তায় ওই ব্যাক্তিকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সীতে ভর্তি করা হয়।পরে তার অবস্থা আশংকাজনক দেখা দিলে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, সিএনজিতে কোনো যাত্রী না থাকায় ঘটনাস্থলে তেমন কোনো হতাহতের হয়নি।তবে সিএনজি'টি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।