পরশুরামে শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইয়াছমিন আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কশিশনার (ভুমি) নাছরিন আক্বতার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।
এর আগে উপজেলা শিশু একাডেমির আয়োজনে শহিদ বুদ্বিজীবি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময়
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল বুদ্বিজীবী সহ সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনায দোয়া ও মোনাজাত করা হয়।