ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী মেয়র প্রার্থী মহিউদ্দিনকে রিটার্নিং কর্মকর্তার চিঠি ২৪ ঘন্টায় জবাব না দিলে প্রার্থীতা বাতিলের সম্ভাবনা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৬, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের প্রার্থীতা কেন বাতিল হবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (৬ মার্চ) জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান কারন দর্শনোর নোটিশ দিয়েছেন। নোটিশ প্রদানের ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে প্রার্থীতা বাতিল হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নোটিশে মহিউদ্দিন আহমেদকে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, পৌরসভা নির্বাচন আচরন বিধিমালা ২০১৫ এর বিধি ১১ (২) অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করা যাবে না। উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার কর্মী-সমর্থকবৃন্দ গত ০৫ মার্চ, ২০২৪ইং তারিখ আনুমানিক বিকাল ৪:৩০ ঘটিকায় পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় আচরন বিধি ১১ (২) লঙ্ঘন করে মিছিল ও শো-ডাউন করেছেন। যার ভিডিও ক্লিপ সংযুক্ত রয়েছে।
এমতাবস্থায় আপনার কর্মী সমর্থক কর্তৃক আচরন বিধি লঙ্ঘন করায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীতা বাতিলের সুপারিশ করা হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হল।

এব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান জানান, মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনের ভিডিও সহ অভিযোগ পেয়েছি। সে কারনে তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত দেয়া হবে। মহিউদ্দিন আহম্মেদ এর প্রার্থীতা বাতিল হবে কি হবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে কমিশন।

আপনার মন্তব্য লিখুন