ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে শিশু নিপিড়নের ঘটনার মামলায় তদন্ত শুরু,আসামিরা পলাতক!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১১, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

গত ৯ জুন পৌর শহরের শেরে বাংলা রোড এলাকার দারুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানাগেছে , গত ৯ জুন বেলা এগারোটার সময় শিক্ষক মাহমুদুল হাসান মাদ্রাসার তৃতীয় তলায় একটি গোপন কক্ষে ওই শিক্ষার্থীকে নিয়ে তার পুরুষাঙ্গে তেল মাখান এবং যৌন কর্ম করেন। এসময় ওই শিক্ষার্থী কান্নাকাটি করলে তাকে মারধর করেন শিক্ষক মাহমুদুল হাসান। পরে বিষয়টি ওই শিক্ষার্থীর পরিবারকে না জানিয়ে উল্টো শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন প্রধান শিক্ষক আহম্মদ কবির।

এঘটনায় ২৬ জুন ওই ভুক্তভোগীর পিতা পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মাদ্রাসার প্রধান শিক্ষক আহম্মদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

এদিকে ১ জুলাই বিজ্ঞ আদালত মামলাটি এজাহার নিতে সদর থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এ ঘটনার পরই প্রধান শিক্ষক আহম্মদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান পলাতক রয়েছেন।

এবিষয়ে মাদ্রাসার শিক্ষক আসামি হয়ে পলাতক থাকার কারনে মিলছেনা তাদের কোন বক্তব্য। বক্তব্য নিতে গেলে উপস্থিত অন্যান্য শিক্ষকরা মিডিয়ার সাথে কথা বলতে নারাজ বলে জানান।

এ নিয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন , এঘটনায় আদালতে একটি মামলা হয়েছে যাহার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

আপনার মন্তব্য লিখুন