ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে আতশবাজি বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ২

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৩১, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় আতশবাজি পোড়াতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। রাফি পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি বাড়ির পাশে আতশবাজি পোড়ানোর সময় একটি বাজি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার গলা ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় এবং সে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মক আঘাত হানে, যার ফলে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং তাকে বাঁচানো সম্ভব হয়নি।

একই রাতে হকতুল্লা গ্রামে আতশবাজি ফোটানোর সময় মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি (১৫) মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণে বেলালের ডান হাতের তালু ও আঙুলের অংশ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তার বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। রাব্বির ডান হাতের তালু ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের ফুফা সিদ্দিকুর রহমান জানান, বেলাল ও রাব্বি আতশবাজি ফোটানোর প্রস্তুতি নেওয়ার সময় হাতে থাকা অবস্থায় সেটি বিস্ফোরিত হয়, ফলে মারাত্মকভাবে তারা আহত হয়।