নিজস্ব প্রতিবেদক।। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে আবদুল খালেক নামে একজন কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তিনি ১নং ওয়ার্ডের প্রার্থী। খালেক এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
পটিয়া পৌরসভার এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবদুল খালেকসহ তিনজন কাউন্সিলর প্রার্থী। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের নেতাকর্মী।
নিখোঁজ প্রার্থীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোর ৬টার দিকে পটিয়ার কাউন্সিলর প্রার্থী আবদুল খালেককে আল্লাই ওষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাজার থেকে দুর্বৃত্তরা গাড়িতে তুলে নিয়ে যায়।