মনজু হোসেন, স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে হেয়ার কাটিং সেলুন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে জেলা পরিষদ চত্তরে জেলা পরিষদের অথার্য়নে জাতীয় শ্রমিক লীগের সহযোগিতায় হেয়ার কাটিং সেলুনের ৪০ জন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
এসময় জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দিপু,আকতারুন নাহার সাকী,জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শাহীন রেজা,সদস্য সচিব নুরুজ্জামান,হেয়ার কাটিং সেলুন শ্রমিক লীগের সভাপতি ধীরেন্দ্র মোহন বিশ্বাস, সাধারন সম্পাদক দ্বীনেশ চন্দ্র শমার্সহ অনেকে উপস্থিত ছিলেন।