মনজু হোসেন স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে মার্জিনা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১১ জুন) দুপুরে আটোয়ারী উপজেলার কলেজ মোড় মানিকপির গুরুস্থান সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে।
নিহত মর্জিনা আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের নাউগজ গ্রামের বাবুলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, স্বামীর বাড়ি থেকে মার্জিনা ছোট ভাইর সাথে মোটরসাইকেল যোগে মির্জাপুর ইউনিয়নের পানিয়া পোখড়ি গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন।
পথে বৃষ্টিপাত শুরু হলে কলেজ মোড় মানিকপির গুরুস্থান সংলঘ্ন এলাকায় একটি গাছের নিচে দাড়ান তারা। হঠাৎ তার উপর বজ্রপাত হলে গুরুত্বর আহত হয় সে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বজ্রপাতে এক নারীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।