মনজু হোসেন,স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মৌমাছির কামড়ে গোপাল চন্দ্র রায় (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত গোপাল চন্দ্র রায় বড়সিঙ্গিয়া গ্রামের নির্মল চন্দ্রের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গোপাল দুপুরে অসুস্থতা জনিত কারনে বাড়ির উঠানে বসে ছিলেন। এসময় আকষ্মিকভাবে মৌমাছির ঝাঁক এসে তাকে আক্রমণ কর। এতে মৌমাছির কামড়ে তিনি মাটিতে লুটে পড়েন।
তার অবস্থা বেগতিক দেখে স্বজনরা মৌমাছিগুলোকে তাড়িয়ে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।