ঢাকাসোমবার , ১৯ জুলাই ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ভূমি দস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১৯, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | পঞ্চগড় জেলা শহরের পশ্চিম মিটাপুকুর এলাকার এক অসহায় পরিবার ভূমি দস্যুদের হাত থেকে রক্ষার পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছে। সোমবার (১৯ জুলাই) বিকেলে পশ্চিম মিঠাপুকুর এলাকায় ভুক্তভোগীর বাড়ীর পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভূইয়ার স্ত্রী মোছা: বেগমের ছেলে রাব্বী হাসান ইমন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সদর উপজেলার ধাক্কামারা মৌজার ৬৬৭ এসএ খতিয়ানের এসএ নং দাগের ৩১৫৪, আরএস ১৪৬০ খতিয়ানে ১৩০৭৭ আরএস দাগের ৩.২৫ শতক জমি আরএস খতিয়ান আমার নামীয় মালিক হওনে এই জমিতে ৪৫ বছর ধরে বসবাস করছি। এদিকে মৃত বছির উদ্দীনের ছেলে দেবারু মোহাম্মদ প্রায় ১২ বছর থেকে আমাদের পরিবারের সদস্যদেরকে হুমকি ধামকি দিয়ে আসছে আর বসতভিটার জমি জবর দখল করার চেষ্টা করছে। আমাদের জমি থেকে উচ্ছেদ ও দখল করার জন্য তোবারক হোসেনের পরামর্শে দেবার মোহাম্মদ পঞ্চগড় সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৫ বছর মামলা চলার পরে ওই মামলাটির রায় দেবারু মোহাম্মদের বিপক্ষে যায়। পুনরায় সে আবার জেলা জজ আদালতে আপিল করলেও সেখানেও মামলাটি খারিজ করে দিয়ে পূর্বের রায় বহাল রাখে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ২২ মে ২০২১ আব্দুর রাজ্জাককে দেবারু মাহাম্মদ পথরোধ করে মারপিট করে আহত করে। মামলায় হেরে যাওয়াতে কিছু কুচক্রি ব্যক্তির পরামর্শে আমার বসত ভিটা জোর পূর্বক দখল করার জন্য পায়তারা করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেয়। এদিকে ১৬ জুলাই ২০২১ দেবারু মোহাম্মদ বিকাল ৪ টার সময় দেবারু ও তার পরিবারের লোকজন হঠাৎ আমার বসত বাড়িতে অতর্কিত ভাবে বেড়া ভেঙ্গে বাড়িঘর ভাংচুর করে। মোছাঃ বেগম বাধা দিলে দেবারুর হাতে থাকা দা দিয়ে দেবারু তার মাথায় আঘাত করতে চাইলে বেগম হাত দিয়ে বাধা দেয়ায় তার হাতের আঙ্গুল ও হাতের তালু কাটা যায় কেটে যায়।

এ ঘটনায় মোছাঃ বেগম বাদী হয়ে পঞ্চগড় সদন থানায় দেবার মোহাম্মদসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা করার পরে দেবারুর পরিবারের হত্যা ও হুমকিতে আজকের এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন