মনজু হোসেন স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত এলাকায় ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে নুর জামান (২৩) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে৷
আজ মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক৷ জানা গেছে, মৃত নুর জামান একই এলাকার আবুল হোসেনের ছেলে৷
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পাশ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্তের বেড়া ভেঙে বাংলাদেশের সীমান্ত এলাকা কাশিমগঞ্জ গ্রামের একটি ভূট্টা খেতে ঢুকে পড়ে দুটি বন্য হাতি। এসময় ওই এলাকায় একটি ভূ্ট্টা খেতে দিনভর হাতি দুটি অবস্থান করে৷ এদিকে বিকেলে ভূট্টা খেত থেকে বের হয়ে হাতি দুটি খেতের পাশে চা বাগানে উঠলে এসময় স্থানীয়রা মানুষরা কিছুটা এগিয়ে গেলে এসময় হাতি সামনের দিকে এগিয়ে আসে৷ এসময় অনেক দৌড়িয়ে পালিয়ে গেলেও নুর জামান পিছনে পড়ে যায় এবং তিনি হাতির আক্রমণের শিকার হন। পরে তাকে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷
এবিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রহিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়৷ এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷