মনজু হোসেন, স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ে ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে ভি,জি,এফ রে উপহারে চাল বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই বুধবার ৩নং ইউনিয়ন পরিষদ চত্বরে ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব, দুঃখী, অসহায়, দুস্থদের ও মধ্যবিত্তদের মাঝে ভি,জি,এফরে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পঞ্চগড়ের ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মজারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার। সভাপতিত্ব করেন জনাব সিরাজুল ইসলাম প্রধান চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন।
অনান্যদের মধ্যে ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।