মনজু হোসেন,স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেছে পঞ্চগড় বাইকারর্স ক্লাব (পিবিসি) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এ মাক্স বিতরণ করা হয়।
এসময় পঞ্চগড় বাইকারর্স ক্লাব এর এডমিন মো: রেজাউল করিম রাজু, করিম,মোডারেটর মোতালেব হোসেন, দিপু,শ্রী রিপন,মো: মিশু,রুবেল,রনিসহ সদস্যারা উপস্থিত ছিলেন।