মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে সদর উপজেলার ৬নং সাতমেড়া ইউনিয়নের খাস মহল গ্রামে এক স্কুল ছাত্রী ঘাস মারার বিষ খেয়ে আরিফা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (০৭ এপ্রিল ) সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে থাকা ঘাস মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভর্তির করেন সেখানে চিকিৎসা চলছিল বৃহস্পতিবার (৮ এপ্রিল ) দুপুরের দিকে অবস্থা খারাপ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
আত্মহননকারী স্কুল ছাত্রী আরিফা আক্তার পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমেড়া ইউনিয়নের খাস মহল গ্রামের আলমের মেয়ে ও জগদল নুর আক্তার বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়িতে থাকা ঘাস মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে আরিফা খাতুন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ এপ্রিল ) দুপুরের দিকে অবস্থা খারাপ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ টিম পাঠিয়েছি। (তদন্ত) রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে ও ব্যবস্থা নেওয়া হবে।