ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১২, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর সন্ত্রাশী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা।

এসময় ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, সাধারণ সম্পাদক কারী মোহাম্মদ আব্দুল্লাহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সোমবার (১২ জুন) সন্ধা ৬টার সময় ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার কর্মীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এর আগে শহরের রৌশনাবাগ এলাকায় অবস্থিত জেলা শাখা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। পরে শহরের প্রাণকেন্দ্রে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কের উপর প্রতিবাদ সমাবেশ করে।


বিক্ষোভরত বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবী জানান। একই সাথে ঘটনাটি নেক্কার জনক বলে আওয়ামীলীগের সন্ত্রাশী বাহিনীদের কর্মকান্ড বলে অভিযোগ তুলেন। জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন