মনজু হোসেন, স্টাফ রিপোর্টার
পঞ্চগড়স্থ আমেরিকা প্রবাসী কল্যাণ সমিতি নিউইর্য়ক পঞ্চগড়ে কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য পাঁচটি অক্স্রিজেন কনসেন্টর প্রদান করেছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসককে এসব হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক এসব সিভিল সার্জনকে প্রদান করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাহাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান, আমেরিকা প্রবাসী ফজলে রাব্বী বক্তব্য দেন।