মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় রাজস্বকর ফাকি দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারত থেকে নিয়ে আসা ২৭ টি ভারতীয় গরু আটক করেছে তেতুঁলিয়া মডেল থানার পুলিশ। রোববার (৪জুলাই) রাতে তেতুঁলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামের চোরাকারবারি তসলিম উদ্দিনের বসতবাড়ী হতে চোরাই পথে আনা ২৭টি ভারতীয় গরু আটক করেছে পূর্বক জব্দ করা হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার এসআই (নি:) ইয়াকুব আলীর নেতৃতে ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ তসলিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে চোরাই চোরাই পথে আনা ২৭টি গরু উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তসলিম উদ্দিন পালিয়ে যায়। এসব গরু চোরাকারবারিরা রাজস্বকর ফাকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা সুযোগ বুঝে প্রতিনিয়ত অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে আসছে। কোন তোয়াক্কা না করে অবৈধ ভাবে আসা প্রতিনিয়ত ভারতীয় সীমান্ত দিয়ে গরু তেতুঁলিয়া সড়ক দিয়ে জেলার হাটবাজারে বিক্রি করছে। বর্তমানে চোরাই ও অবৈধ ভাবে ভারত থেকে গরু নিয়ে আসার নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে তেতুঁলিয়া পঞ্চগড় সড়কে। হাইওয়ে পুলিশ এবং বিজিবি টহল দেয়া সত্তেও প্রতিনিয়ত অবৈধভাবে ভারত থেকে গরু কিভাবে দেশে আসছে তা ভাবিয়ে তুলছে সুধীমহলকে। এত নিরাপত্তা থাকার পরেও বন্যার পানির মত আসছে ভারতীয় গরু। তাই সুধীমহলের দাবী এই করোনার ভয়াবহতায় ভারতীয় গরু বাংলাদেশে যেন ঢুকতে না পারে তাই চারাকারবারিদের বিরুদ্ধে পুলিশ এবং বিজিবিকে কঠোর হস্তে দমন করার আহবান জানান। এ ঘটনায়
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান,অবৈধভাবে আসা ২৭ টি গরু আটকে বিষয়টি নিশ্চিত করেন।