মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে রেজওয়ান পারভেজ (২২) নামে এক আবাসিক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত (১৮ মার্চ) দেড়টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রেজওয়ান পারভেজ ঐ মাদ্রাসার আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভুক্তভোগীর অভিভাবক মানিক হোসেন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত রবিবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে ১১ বছর বয়সী এক ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে পাশের টিনশেড ঘরের ভেতরে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটিকে কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। কিন্তু পরদিন তারাবির নামাজের সময় সে পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি ঘটনাটি বলাৎকার হওয়া ছেলেটির অভিভাবকের কাছে পৌঁছে দেন। পরবর্তীতে তার বাবা স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাদ্রাসায় গিয়ে ছেলেটির সঙ্গে কথা বললে সে কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত জানায়। তখন মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ১৩ বছর বয়সী আরেক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া যায় , গত ১০ মার্চ (সোমবার) রাতেও একই ব্যক্তি তার ওপর একই ধরনের নির্যাতন চালিয়েছেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরনবীকে ফোনে জানানো হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে পুলিশ রাত দেড়টার দিকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।