ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে চেয়ারম্যানের নির্দেশে পরিষদের ডকুমেন্ট পুরে ছাই

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ১৮, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় জেলার সদর উপজেলা ২নং হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কুকুরকে কেন্দ্র করে প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই করেন কর্তৃপক্ষ। গত বরিবার ১৮ আগস্ট সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও কম্পিউটার অপারেটর মোঃ রাজু বাধা প্রদান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন প্রায় তিন বছর ধরে যে অনিয়ম দুর্নীতি করেছে সেই কাগজ পুরে ছাই করে দিয়েছে। এক ইউ সদস্য বলেন আমাদের ইউনিয়নে যে ভিজিডি’র চাল দেওয়া হয় তার জন্য সবাইকে একাউন্ট খোলার তাগিদ করলে তারা একাউন্ট বাবদ টাকা জমা করেও এখনো পর্যন্ত চেয়ারম্যান সাহেব তাদের একাউন্টে কোন টাকা জমা করেন নাই এবং যে কোন প্রকল্প আসলে চেয়ারম্যানকে ১৫% দিতে হয় এনিয়ে সাধারণ জনগন বিভিন্ন জায়গায় কথা বলাবলি করেন ফলে চেয়ারম্যান, সচিব মিলে এই কাজটি করতে পারে বলে আমার বিশ্বাস।
ইউনিয়ন পরিষদ সচিব নুরজাহান জানান, অফিসে একটি কুকুর প্রবেশ করে কম্পিউটার, ল্যাবটপের তার সহ কিছু কাটুন, কাগজপত্র ছিরে ফেলেছে তাই চেয়ারম্যানের নির্দেশে উক্ত কাগজ পুরে দেওয়া হয়েছে।

চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনকে একাধিক বার ফোন দেওয়ার পরে ফোন কেটে দেন।

আপনার মন্তব্য লিখুন