রংপুরের প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন জাহানাহা বেগম,গতকাল ২৯নং ওয়ার্ড মাহিগঞ্জ গোসাই বাড়ী সড়কের নিজ বাড়ীতে লিখিত বক্তব্যে জানান তার সম্পত্তিতে বাড়ী নির্মান করে দীর্ঘদিন থেকে বসবাস করছেন।সোমবার দুপুরে এরশাদ হোসেন খোকন পিতা-বদিয়ার জামান,বদিয়ার জামান,পিতা-মৃত আব্দুল মতিন,ওহাব মিয়া পিতা বদিয়ারজামান,নুরুজ্জামান মিয়া পিতা-মৃত আব্দুল মতিন,আবুল বাশার পিতা-মৃত আব্দুল মতিন,জিহাদ হোসেন পিতা-মমিন উল্লাহ,নুরমোহাম্মদ পিতা-নুরুজ্জামান,উভয়ের থানা মাহিগঞ্জ জোর পূর্বক বাড়ীর সিমানা প্রাচীর ভেঙ্গে তাদের চলাচলের রাস্তা নিতে চায়।
উল্লেখিত ব্যক্তি ও তার বাহিনীদের নিয়ে জোর পূর্বক আমার বাড়ীর সিমানা পাচীর ভেঙ্গে দেয়।আমি সহ আমার তিন মেয়েকে মারাত্বক মারপিট করে আহত করে।অপরদিকে এ সকল ব্যক্তিরা আমার ঘর বাড়ি ভাংচুর করে ঘরে থাকা রক্ষিত নগদ অর্থ ও অন্যান্য মালামাল সহ প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়।আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুরের পুলিশ প্রশাসন,সমাজের সচেতন মহল,ও মাননীয় প্রধান মন্ত্রীর নিকট এঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বব ন্যায় বিচার কামনা করছি।বর্তমানে আমার পরিবার নিরাপওা হীনতায় ভ‚গছে বলে সংবাদ সম্মেলনে জানান।