ঢাকাশনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কোম্পানিগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিককে ঢাকায় আনা হয়েছে!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বার্তাবাজার অনলাইন পোর্টালের প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে ঢাকায় আনা হয়েছে।

এ ঘটনায় তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। রাত পৌনে এগারোটায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিনের সুচিকিৎসা এবং গুলিবিদ্ধ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে বিচার করারও দাবি করা হয়।

বিএমএসএফ নেতৃ্ৃবৃন্দ বলেন, এভাবে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন মেনে নেয়া যায়না। ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে এদেশের সাংবাদিকরা আঙ্গুল মুখে বসে থাকবেনা। অবিলম্বে গুলিবিদ্ধের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। নয়তো দেশব্যাপী প্রতিবাদ গড়ে তোলা হবে।

বিএমএসএফ নোয়াখালী শাখা নেতৃবৃন্দ জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক। তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন