মো:ইব্রাহিম আলী,(বড়াইগ্রাম)নাটোর।। নাটোরে বাধ্যতামূলক নেসকো লিঃ এর প্রি পেইড মিটার প্রতিস্থাপনরে প্রতিবাদে মানববন্ধন করেছে নেসকো লিঃ সর্বস্তরের গ্রাহক বৃন্দ। আজ দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল , লেখক গবেষক খালিদ বিন জালাল বাচ্চু,বাবুল চৌধুরী, অধ্যাপক সামসুল আলম জোয়ারদার, চেম্বার অব কমার্স প্রতিনিধি মফিউর রহমান দুদু প্রমুখ।
বক্তারা আগাম টাকা দিয়ে প্রিপেইড মিটার কেনা ভ্যাট ট্যাক্সের নামে বিড়ম্বনা , এবং সংযোগ দেয়া কোন এক সময় টাকা ফুরিয়ে গেলে আমার লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে এমন স্ব্চ্ছোচারী সিদ্ধান্ত মানতে আমরা রাজী নই। যে কোন মূল্যে প্রি পেইড এই মিটার প্রতিস্থাপন প্রতিরোধের ঘোষনা দেন বক্তারা।
আপনার মন্তব্য লিখুন