(নেতিবাচক পরিবর্তন)
এম এ আহাদ।
ধরার সবি পাল্টে গেছে -
ভুলকে বলে ঠিক,
সত্য পথে চলেন যিনি
পান যে তিনি ধিক৷
মন্দ লোকে মন্দ থেকে
কামায় সদা নাম,
সত্য পথের পথিক যিনি
পান না তিনি দাম।
ভালো মানুষ সবর করে
দিবস করে পার,
মন্দ জনে এই বেলাতে
ধারেনা ভাই ধার।
পুরুষ চলে নারীর বেশে
নারীর চলা নর,
পরকে তারা আপন করে
আপন ভাবে পর।
এমন ভাবে চলছে ধরা
এখন দেখি ভাই,
ভুবন নাশে এসব বুঝি
ধরায় পেলো ঠাঁই।