পঞ্চানন রায়,বিশেষ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই শেষে তালিকা প্রকাশ করেছে পংকজ ঘোষ, জেলা প্রশাসক ,নীলফামারী ও রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ।
৪ ডিসেম্বর (সোমবার ) জেলা প্রশাসক নীলফামারী কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে।
নীলফামারীর চারটি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে বিভিন্ন দলের বৈধভাবে মনোনীত প্রার্থীরা হলেন:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি - কর্নেল তছলিম উদ্দিন, তৃণমূল বিএনপি এ্যাডভোকেট এন কে আলম চৌধুরী, স্বতন্ত্রপ্রার্থী -খায়রুল আলম বাবুল, জাতীয় পার্টি(জেপি) - মখদুম আজম মাশরাফি, জাকের পার্টি - লতিবালী রহমান লতিফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট(বিএমএফ) - সিরাজুল ইসলাম ।
নীলফামারী-২ (সদর উপজেলা) বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, জাতীয় পার্টি - শাহজাহান আলী চৌধুরী, জাকের পার্টি - আবু সাঈদ, বাংলাদেশ কংগ্রেস - মোরছালীন ইসলাম।
নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা) বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সাবেক সংসদ গোলাম মোস্তফা, তৃণমূল বিএনপি - খলিলুর রহমান, স্বতন্ত্র - আবু সাইদ(শামীম), জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) - অধ্যাপক আজিজুল ইসলাম, স্বতন্ত্র - কাজী ফারুক কাদের, ,জাতীয় পার্টি - রানা মোহাম্মদ সোহেল, স্বতন্ত্র - সাদ্দাম হোসেন(পাভেল), গণতন্ত্রী পার্টি - মোজাম্মেল হক । ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) বাংলাদেশ আওয়ামীলীগ থেকে কিশোরগঞ্জ আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, তৃণমূল বিএনপি - ড. আব্দুল্লাহ আল নাসের, জাতীয় পার্টি - আহসান আদেলুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন - এম সাজেদুল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) - আজিজুল হক, ন্যাশনাল পিপলস পার্টি - আব্দুল হাই সরকার, স্বতন্ত্র - মোখছেদুল মোমিন, স্বতন্ত্র - সাখাওয়াৎ হোসেন ।
উল্লেখ্য যে, আগামী ৬ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত আপিল দায়ের ও নিষ্পত্তি সময় রয়েছে । প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর । আর প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর । নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত ।